আমি যাকে এতদিন ভালো বলেই জানি
তার উদ্দেশ্যে কয়েক লাইনের অনুচ্ছেদ লিখেছিলাম,
গতকাল চানু বাবু বললেন,
দাদা,সর্বনাশ হয়ে গেছে,
বলো কী?
তিন বছর সংসার করার পরও
আমি টের পাইনি ,
সে চলে গেছে পর পুরুষের সনে।
ঈদে বাড়ি ফেরার পথে
গাড়িতে বসে ফেসবুকে দেখলাম
দুই বছরের দুধের বাচ্চা রেখে
প্রেমিকের সাথে উধাও।
অথচ বাড়িতে গিয়ে দেখি
সমাজের মানুষের কাছে আমি শিরোনাম
চানুর বউ নাই পালিয়ে গেছে।
তাকে অবাধ স্বাধীনতা দিয়েছিলাম
তার পরিনাম কলঙ্গ মাথায় নিয়ে
আজ সমাজে আমি উলঙ্গ।