সত্যের সরল স্বীকারোক্তি
কলম চালা শব্দচাষী।
কবির কলমে ফোটে দৈববাণী
মুক্তির জয়ধ্বনি মন মন্দিরে।
সমাজে যত অসংগতি
অন্যায় দুর্গে লাথি মার
অত্যাচারীর রুদ্ধ কারার
দ্বার ভাঙা আজ পণ।
সত্য ন্যায় প্রতিষ্ঠায়
কবির কলম দীপশিখা।
সত্য স্বয়ং প্রকাশ
কবির আত্মোপলব্ধি ঈশ্বর প্রদত্ত।