বন্ধু ভেবে যারে,
আমি করেছি আপন।
স্বরূপে দেখবে তারে,
স্বার্থ ফুরালে, ওরে মন।
চিন্তা বিহীন রাত কাটে
সময় কাটে দুঃখে।
তার ভাবনায় ভেবে
দীর্ঘ প্রতীক্ষায় ক্লান্ত এ ভুবন।
হৃদয় জুড়ে প্রেমের জোয়ার
সকাল বিকেল সাঁঝে ।
পাষাণ প্রিয়া ধোঁকা দিয়ে
মন ভেঙ্গে নিরুদ্দেশ।