হ্যাঁ! তোমার প্রাক্তন!

কত দিন পর,কত কাল পর

তোমাকে লিখেছি চিঠি!

দিনের পর দিন তোমার উত্তর নেই,

আমি হতবাক!আমি নির্বাক!

হৃদয় নিংড়ানো মনের কথা

বুকে জ্বলেছে প্রেম

বুকের জমিনে মাটি চাপা পড়েছে

কয়েক বছর আগে স্বপ্নগুলোর।

তবুও

শত কষ্ট বুকে চাপা দিয়ে

লিখেছি চিঠি!

কেমন আছো?উত্তর দিও,প্রাক্তন!

এক সময় প্রভুর কাছে প্রার্থনায় চেয়েছি শতশত

আর এখন শূন্য থেকে শূন্যতায় ছুঁয়েছে মন

নিরন্তর  স্তব্ধতা কে।

আবেগী মন বাস্তবতার চোখ দিয়ে  দেখে

স্বপ্নিল মায়ার অবাধ চোখের সেই মেয়ে

অন্যর বুকে মাথা রেখে স্বপ্নচারী

আর  আমি শূন্য থেকে  শূন্যতায়

জ্যোৎস্নার আড়ালে নিশ্চুপ দাঁড়িয়ে  হাসি

আর লোকে বলে পাগল!একটা পাগল!