তিস্তার বুক জুড়ে বিস্তীর্ণ বালুচর,
এই বালু চরে সোনা ফলে,
কৃষক কৃষাণীর মুখে হাসি ফুটে,
দেখতে যদি চাও তিস্তার চরে যাও।
সারা চর জুড়ে কত ক্ষেত,
কত নানান রকম চাষাবাদ।
সবুজের সমাহার পাখির কুহুতান
ধূধূ নদীর কিনার শূন্য আকাশ।
তিস্তা নদীর তীরে আরো আছে,
সারি সারি নৌকা বাঁধা।
সকাল সন্ধ্যা নদী পারাপার ,
হাজার মানুষের হাট বাজার।