ও মৌমিতা ও মৌমিতা
কলেজের করিডোরে দাঁড়িয়ে
তোমার মিষ্টি হাসি দেখেছি ।
তোমার মায়ার পড়েগেছি,
তোমার প্রেমে পড়েগেছি।
কফি হাউজের আড্ডায়
বন্ধুদের সাথে শুধু
তোমার কথায় বলছি।
তোমায় ভালোবেসে ফেলেছি।
বন্ধুরা হেসে হেসে
কথা উড়িয়ে দিয়ে এসে,
এ কী কাণ্ড ঘটিয়েছে
পোস্টারে ছাপিয়েছে
মৌমিতার প্রেমে হাবুডুবু খাচ্ছে
আমাদের কবি বন্ধু্!
কী দোষ বলো করেছি,
তোমায় নিয়ে স্বপ্ন দেখছি,
তোমায় ভালোবেসে ফেলেছি।
ও মৌমিতা ও মৌমিতা
তুমি থাকলে প্রেমে রাজি
তোমার জন্য ধরবো জীবন বাজি।