বন্ধু মনমরা হয়ে আছো কেন ?
বাবা-মা দিছে বকা।
প্রেম করতে গিয়ে খেয়েছি ধরা,
প্রেম কলঙ্ক এখন মাথার বোঝা।
লোক জনে দেখলে বলে,
হায় হায় হায় অমুকের বেটা,
তোমুক বাবার নাম ধাম ডুবায়।
সন্তানের থেকে কি আশা করা যায়।
এই মুখ দেখাই কারে,
লজ্জায় মরে যাই।
বুক করে দুরুদুরু,
এখন কোথায় যাই।
আবেগে ভেসে বিবেক হারিয়ে,
বাবার টাকা অনেক করেছি নষ্ট।
নিজের ভুল বুঝতে পেরে,
তাই মনে ভীষণ কষ্ট।
কান ধরছি,করছি পণ,
অতীত ভুলে ভালো হবো,
কাজ কর্মে দিব মন,
ধর্মপথে চলবো সারাক্ষণ।