যতই আসুক নব দীপ্ত সন,
পুরোনো কে বিদায় দিতে চায়না মন।
পুরোনা বছর সব স্মৃতি আজ
হৃদয় ফ্রেমে তুলে রাখা ছবি।
নতুন ভোরে নতুন আলোয়,
নতুন রবির আবির্ভাব তিথি।
নতুন আলোয় আলোকিত,
জীবনের নব অধ্যায় আজি।