ঐ দেখ
উঁচু উঁচু গাছের সারি
ঐ খানের
মগডালে বাসাবাড়ি।

থাকি স্বাধীন মত
উড়ে বেড়াই আকাশে ।
তবুও ধরতে পাতে ফাঁদ
শিকারীর নাই ধর্ম জাত।

পোষ মানাতে খাঁচায় বন্দি,
মুক্ত হতে কাঁন্দি।
যেইদিন প্রাণ পাখি  যাবে চলে
সেইদিন পাবো মুক্তি।