মুজিব স্মরণে

বিপুল চন্দ্র রায়

রাজারহাট-কুড়িগ্রাম।





আমার দেশ বাংলাদেশ

গর্ব করে বলি সবাই।

স্বাধীনতার মহানায়ক কে

নামটা কি জানি সবাই ?

শোন তবে বাঙালি ভাই

তিনি রাজনীতির কবি

বাঙালির জাতির পিতা

শেখ মুজিবুর রহমান।

বাঙালির তরে তাঁর কৃতিত্ব অবদান  

যুগ যুগান্তর বেঁচে রবে চিরকাল।

মনে রাখবে বাঙালি একটি নাম

জাতির পিতা শেখ মুজিবুর রহমান।