মানুষ আছে নানান জাতের

আমরা সবাই জানি ভাই।

কর্মগুণে বর্ণ  বিচার,

ধর্ম ধারণ করি সবাই।

উঁচু জাত আর নিচু জাত,

মানুষ মানি আর না মানি।

পরম সৃষ্টিাকর্তাকে পেতে

সবাই প্রভুকে স্মরণ করি।