বাবু সোনা যাবে

         মামার দেশে যাবে।

মামার সাথে ঘুরে

         ভীষণ আনন্দ পাবে।

মামার দেশে আছে

         মধুর হাঁড়ি।

বাবু সোনা গিয়ে খাবে

          মধু হাঁড়ি হাঁড়ি।