আকাশে চন্দ্র সূর্য হাসছে,
ঢাকীর ঢাক বাজছে,
খুশিতে মন নাচছে,
শারদ উৎসব আসছে।
এসো হে এসো ভাই,
মায়ের পুষ্পাঞ্জলি দিতে যাই,
রাখব উপবাস করব পূজো,
জগত জননী মা হবে খুশি।
জগত জননী মহামায়া
দিবে বরদান আর্শীবাদ।
ধর্ম কর্ম পুণ্য হবে,
স্বর্গ সুখে জীবন ধন্য।
ধর্মীয় কবিতা-১
রাজারহাট-কুড়িগ্রাম।