শীতের সকালে অপরূপ সৌন্দর্য
চারদিক কুয়াশাচ্ছন্ন এ কী আনন্দ!
মিষ্টি সূর্যরশ্মিতে কী মুগ্ধতা?
ঘাসের ডগায় শিশিরবিন্দু
ঝরে পড়ার টুপটাপ শব্দ
আর পাখিদের সুরেলাকণ্ঠে গান
মন হয় ফুল পাখিদের দেশ
আমাদের এই সোনার বাংলাদেশ।