আমি তো মরে গেছি_
আমার আয়ু শেষ হবার আগে,বেঁচে থেকে কি হবে,
দুঃখ এসে হাঁটু গেড়ে বসে আছে আমার বুকের পাশে।
এ জীবন ক্ষণস্থায়ী এ জীবনে বহুবার পরীক্ষা দিয়েছি,
একবারো উত্তীর্ণ হতে পারিনি,এ ব্যর্থতা আমার।
ইতিমধ্যে খুঁজিতেছে পাওনাদার অনেক টাকা ঋণ,
প্রিয়তমার কাছে ও ঋণী,এ ঋণ শোধ হবার নয়।
প্রিয়তমা কে কথা দিয়েছি সাত পাকে বেঁধে
অগ্নি সাক্ষী করে বাঁধিব সুখের সংসার,
সেও আশায় পথ চেয়ে বসে আছে।
কিন্তু এত ঋণ মাথা ভর্তি চিন্তা কি করবো বলো,
তাই রোজ পকেটে সুইসাইড নোট নিয়ে ঘুরি,
কত দিন ঘুমাতে পারিনি নির্ঘুম ঘুমাতে চাই।
স্বপ্নঘোরে স্বপ্নগুলো স্মৃতি হয়ে বাঁধা দিচ্ছে,
প্রিয়জন আমায় বড্ড ভালোবাসে।অবশেষ
ভাগ্যবিধাতা কপালে যা লিখে রেখেছে তা-
মেনে নিয়েছি নিজ কর্ম আর ভাগ্য বলে।