আমি চিরদিন তোমারই কবিতা।
তবুও,
আমাকে ভালোবাসে চিত্রময়ী কবিতা,
প্রেম নিবেদন করে ভালোবেসে।
ঈশ্বরের দোয়াই!
আমার ভালোবাসা পবিত্র,
আমার ভালোবাসা বিচিত্র,
ভালোবাসায় অপূর্ণতা নেই।
আমি চিরদিন তোমারই কবিতা।
আমার পথ চলার চির সঙ্গী তুমি।
আমি সবাই কে বলতে চাই,
তুমি আমার আমি তোমার।
আমার কত কলঙ্ক দেহে,
তবুও নিন্দার কথা নেই,
আমার কবিতার।
সে জানে-
কবির জীবনের সাথী যে জন,
সে জন তো কবিতা।