কন্যা হচ্ছে মমতাময়ী সংসারে রমণী,
সুভাষিত মন ছড়ায় গুণ স্বামীর সংসারে।

স্বামী তাহার শক্তি সারা জনম ভরে,
সুখ দুঃখে পথের সাথী সাহস শক্তি জোগাতে।

কন্যার গুণে মুগ্ধ পিতা-মাতা
মুগ্ধ সবার প্রাণ,মুগ্ধ এই পৃথিবী।

হও রমণী,হও দেবী,হও তুমি মাতা,
হও কন্যা তুমি,সংসারে প্রদীপ শিখা।