একা একা হেসে গেলো,
২৪ টা বছর কেটে গেলো।
বিয়ের ফুল নাহি ফোটে,
কে কার খবর রাখে,হায়!
সুখে-দুখে বারো মাসে
কেউ রইলো না পাশে।
দুঃখের জীবন কষ্টে হাসি,
মানুষ ভাবে সুখে আছি।
(১-১০) ফাস্ট ক্লাসের ফাস্ট বয়,
এখন ঢাকা শহরে কামলা দেয়।
ভাগ্যের নির্মম পরিহাস
মেনে নিয়ে চলতে হবে পথ।
বন্ধু হামার বলে....
বন্ধু হামার হয়,যোগাযোগ নাই রয়।
তাই বলে কি আর পরিচয় দেওয়া যায়?
কৈ মাটি আর কৈ আকাশ।
১৬ বছর বয়সে ছাড়ি বাড়ি
হাল ধরেছি পরিবারের লাগি।
বাবার কয়েক লাখ টাকা ঋণের বোঝা
কাঁধে নিয়ে করি ফেরি।
লেখাপড়া করতে বেশি নাহি পারি
দারিদ্রের কষাঘাতে মরি।
জীবনচক্র দুঃখ ছিল ধার্য,
বিধির বিধান মেনে নিয়েছি আর্য।