আমিও কাউকে ভালোবেসেছি,
অথচ সে প্রিয়দর্শিনী প্রিয়তমা জানেনা,
জানে কে জানো? জানে একজনা !
আমি প্রার্থনায় ঠাকুর ঘরে
মাথা ঠুকে ঠুকে চেয়েছি বহুবার
তোমাকে? কিন্তু তুমি জানোনা,
জানে ওই ভগবান।
ভালোবাসার মৃত্যু নেই ,
অথচ তোমাকে ভালোবেসে
না পাওয়ার বেদনায় অকাতরে,
আমি মরে গেছি
ভগবানকে সাক্ষী রেখে৷