তিস্তার বুকে বিস্তীর্ণ চর
চারদিকে বালু আর বালু।
চরে একটুও পরেনি পলিমাটি
বালুতে হয়না চাষাবাদ আলু।

কৃষকের মাথায় হাত চোখেজল
তিস্তারে কি তোর লীলাখেলা বল।
তিস্তারে তোর বুকে করি চাষাবাদ
তুই যে আমার বেঁচে থাকার সম্বল।