হঠাৎ বৃষ্টি
বিপুল চন্দ্র রায়
রাজারহাট - কুড়িগ্রাম।
এসেছে হঠাৎ বৃষ্টি
বাড়িতে নেই কোন ছাতা।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
হাটে যাচ্ছি কিনতে ছাতা।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ছাতার দাম অনেক বাড়া।
দাম শুনে গেছে গলা শুকিয়ে
বাড়ি ফিরছি খালি হাতে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
রাস্তাঘাট পিচ্ছিল কাদা
বৃষ্টিতে হাঁটচ্ছি চটাং চাটাং
পা পিচ্ছলে গিয়ে চিৎপটাং।
ও মা পেয়েছি কমরে ব্যথা
টেনে তুলেনা কেউ তো
লোকজনে দেখে হাসে হা হা
লজ্জা শরম নেই কি কারো?