নববর্ষ বরণ
বিপুল চন্দ্র রায়

বৃক্ষের ডালে নব পল্লব
পাখির কণ্ঠে গান।
আজ নব আনন্দে জাগো
এসেছে এসেছে পহেলা বৈশাখ।

পুরনোকে বিদায় জানিয়ে
নতুনকে করি বরণ।
এসো হে এসো,আগামীর চলার পথে
সুনিপুণ স্বপ্ন আঁকি বুকে।