হে বৈশাখ তুমি
অনন্ত প্রকৃতির অবিশ্রান্ত প্রকাশ ।
হে বৈশাখ তোমার অভিষেকে
তৃষ্ণাকাতর হাজার বুক
মেটাও তৃষ্ণা লাগুক পানির সুখ।
উঠুক ঝড় বুকের মধ্যে
ঝড়ুক কালবৈশাখী ঝড়।
হে মহাকাল!
কাল বৈশাখের তাণ্ডবে কাঁপে
অত্যাচারীর দল।
আমি সেই বৈশাখ
নবরূপে নতুন সাজে বৈশাখ।