আমার দেশের গার্মেন্টস কর্মী

নানান রকম বেশ,

পরিবারের সুখের খোঁজে,

ছুটে চলে রোজরোজ।

বুকে শত কষ্ট তবু্ও,

নিত্য হাসে সারাবেলা।

বুঝতে দেয়না কাউকে,

বুকে শত কষ্টের যন্ত্রণা।

অশ্রুজলে স্বপ্ন আঁকে,

করবে সুখ শান্তি নির্মাণ।

আমার দেশের সেরা সন্তান,

পরিবারের অমূল্য সম্পদ।