ফাগুনের হাওয়ায় উৎসবে রঙে মেতে উঠে প্রকৃতি,
বসন্তের আগমনধ্বনি গাছে গাছে নতুন কুঁড়ি।
অথচ,এই বসন্তে হারিয়ে ফেলেছি প্রেমিকাকে
প্রেম বিচ্ছেদে হৃদয় ক্ষত
গুটিবসন্ত ছেয়েছে আমাকে
যেন মৃত্যুকে করেছি আলিঙ্গন।
আজ এই বসন্তের রাতে,আমি স্তব্ধ।
বসন্ত যেন হারানোর এক হাওয়া বইয়ে দেওয়া সময়।