মন্দ কথায় গন্ধ ছড়ায়,বদলোক এই সমাজে।
দুর্নীতি আর ঘুষের টাকায়
জীবন কাটে আরাম আয়েশে।
লোকমুখে বলাবলি,গরীবের টাকা মারি,
শালায় করছে বাহাদুরি।
কে চোর কে পাপী কে দোষী  
কোন দোষে কারে বাঁধি?
যারে দেখি তারে ভাবি,সেও কি অপরাধী?
পাপ করে কেউ পাবেনা ক্ষমা
নরক যন্ত্রণা সবার জানা।  
যখন মরণ কাঁটা বিঁধবে পিঞ্জরে
তখন বক্ষচিরে বলবে দোষী আমি যে।
                                              রাজারহাট-কুড়িগ্রাম।