ধূমপান মাদকাসক্তি
আমরা সবাই জানি ভাই।
বিড়ি -সিগারেট -চুরুট
আর নেশা করবোনা ভাই।
ধূমপান বিষ পান,
ধূমপানকে না বলব,
নীতি ধর্ম মেনে চলব।
এসো আমরা প্রতিজ্ঞা করি,
আর করবোনা ধূমপান,
গড়ব সুস্থ-সুন্দর জীবন।