ভাগ্য আমার বড়ই খারাপ
ওরে মন জানে কোন জন?
এ জীবনে হবে কি আমার
সবে জানে ওই ভাগ্য বিধাতা!
ঋণের দায়ে ছেড়েছি বাড়ি,
এক যুগ আছি শহরে পরি।
তবুও হইলনা ঋণ পরিশোধ,
আমার এই জীবন বড়ই নিঃস্ব।
কত দিন গেছে অনাহারে
কত ঋণে ঋণী বুঝাব কাকে?
এই জীবনে খাটি আনছি কত টাকা
পাওনাদার মিটাতে পকেট ফাঁকা।
আমি সুখী নই এই ভুবনে,
অশান্তিতে দিন কাটে প্রতিক্ষণে।
নেই জায়গা জমি নেই বাড়ি
কোথায় যাব আমি বল বিধি।
আর কতকাল বিধি
এই শহরে ভাড়াটিয়া থাকি
তোমার কাছে নিতে
দাও আমাকে মুক্তি।