এই শহরে ইটের পাহাড়ে,
ইটভাটায় করি কাজ।
চোখে জল মুখে হাসি,
নিজের আত্মবিশ্বাসে বাঁচি।
ঘরে কানাকড়ি নাই,
গরীবের সংসার।
দিন আনি দিন খাই,
এই আমার সংসার।
অসুস্থ হলে টাকার অভাবে
ঔষধ পথ্য জোটেনা।
ভগবানের প্রতি_
বিশ্বাসে সাড়ে রোগ।
এই দুনিয়ায় বেঁচে থাকা,
নয় মোটেও সোজা।
কত কাল কতদিন,
অনাহারে গেছে রাত।
তবুও অনেক সুখে আছি,
শুয়ে রাতের আকাশ দেখি,
সুখের পাখি তাঁরা দেখি,
ভগবানের কৃপায় বাঁচি।