ভালোবাসে না'কি
       মোরে একটি মেয়ে
                 নাম তাহার বালি।

বকুল ফুলের মালা
       গেঁথে পথ পানে
                 চেয়ে রয় সকাল-সন্ধ্যা।

জানি না কিসের
        হরষে ভালোবাসা
                পরাণে আজ উথলিত।

ভেবোনা ভালোবাসি না
         কিংবা ভুলে গেছি
                খুব বেশি ভালোবাসি।

কপালে লাল টিপ
         আর লাল শাড়িতে
                 বধূ বেশে সেজো।

টোপর মাথায় বর বেশে
        বৌ করে আনবো
                 আমার ছোট্ট কুঁড়ে ঘরে।

ডাকবো আমি তোমায়
        সকাল-সন্ধ্যা বৌ
                 বৌ বৌ বৌ বৌ বলে।