বই পড়ে গুণী
জ্ঞানের কথা শুনি।
বইয়ে আছে জ্ঞান
বইয়ে দেন মন।

বই পড়ে পড়ে
ঘুচিয়ে আঁধার অন্তরে
জ্ঞানের আলো জ্বালো
বই ভালো বন্ধু।