বন্যায় ভাসলো দেশ
ভুবলো গ্রাম-গঞ্জ
থাকা খাওয়ার কষ্ট
ভাসছি ভেলায় ভাই।
বছর বছর বন্যা আসে
কি করবো রে সোনা মা।
চুলা জ্বলে না যাও,
খাও চিড়া-মুড়ি শুকনা।
রাগ করোনা সোনামণি
এ যে প্রাকৃতিক দুর্যোগ
যা আছে ঘরে তা
লক্ষী সোনার মত খাও।
বন্যা গেলে দুঃখ ভুলে
আনবো বড়় ইলিশ মাছ।
দেখবে যখন হাসবে তখন
বাপের মনে কি যে সুখ?