পাখি আমার উড়িয়া গেল
বিপুল চন্দ্র রায়
রাজারহাট-কুড়িগ্রাম।
ও পাখিরে ও পাখিরে ও পাখিরে,
পাখি আমার উড়িয়া গেল কোন বনে
খুঁজি আমি পাখিরে মন মন্দিরে,
পাখি আমার বাসা বাঁধে অন্যের ঘরে।
ও পাখিরে ও পাখিরে ও পাখিরে।
ও পাখিরে ও পাখিরে ও পাখিরে,
স্মৃতিতে আঁকা এই জীবনের গল্প কথা
মুছেনি আজো বিচ্ছেদে
যতটুকু সময় আছে এই জীবনে
ভুলিব আমি তোমারে কেমনে?
ও পাখিরে ও পাখিরে ও পাখিরে,
তোমারে ভালোবেসে করেছি আপন
তুমি আমারে কাঁদালে যখন
বুকের পিঞ্জরে বাঁধিয়া তোমারে
পোষ মানাইতে নাই পারি এই জীবনে।
ও পাখিরে ও পাখিরে ও পাখিরে,
পাখি আমার উড়িয়া গেল
বুকের খাঁচা ছেড়ে,ও পাখিরে
ভালো থেকো সুখে থেকো
পাখি হয়ে আকাশে উড়ে উড়ে।
জীবনে প্রথম গান লেখার ক্ষুদ্র প্রচেষ্টা গানে ভুল কোথায় কোথায় জানান প্লীজ যাতে সংশোধন করতে পারি।