বিজয় মানে
১৬ ডিসেম্বর ১৯৭১
একটি লাল-সুজের পতাকা।

বিজয় মানে
একটি নতুন ভোর
কাটলো পরাধীনতার ঘোর।

বিজয় মানে
শহীদ ভাইদের আত্মত্যাগ
এ ঋণ শোধ হবেনা কোনদিন।

বিজয় মানে
বাঙালির গণ-অভ্যুত্থান  
মুক্তির গান আমরা স্বাধীন।