সবাই বলে আমি নাকি বাবা মায়ের বেকার ছেলে।
কাজ কর্ম নাই ঘুরে ফিরে খাই,চিন্তা চেতনা আমার নাই।
বাড়ি ছেড়ে এসেছি শহরে,এই শহরে ইটের পাহাড়ে,
কেউ ছিলনা প্রেরণা দেওয়ার,কেউ ছিলনা আপন জন।
চাকরির খোঁজে ছুটে হতাশ অবশেষে গার্মেন্টস চাকরি,
বারো ঘণ্টা ডিউটি অসহায় বড়োই ক্লান্ত আমি।
এ শহরে অর্থে কেনা সুখ বোঝা যায়,ম্রিয়মাণ হাসে,
বাবা-মায়ের মুখে আনন্দধ্বনি পূর্ণতা আজ অনুভবে।