কারে বলি মানুষ অমানুষ
বোঝা বড়ই দায়।
নিজের ধর্মশাস্ত্র পড়েনা,
নিজের ধর্মশাস্ত্র জানেনা,
অথচ শুনিয়া মণ্ডল করে গণ্ডগোল
আবার অন্য ধর্ম মানে না।
নিজ ধর্ম পালন করি
এসো সত্যপথে চলি।
ধর্ম যে যার পালন করুক
তাতে এমন কী ক্ষতি?
আমি যদি মানুষ হই,
বিবেক বুদ্ধি তো আছে।
মানব ধর্মই বড় ধর্ম
যদি মানি শান্তি ফিরবে।
অথচ অমানুষ শালায়
উস্কে দিয়ে সটকে পড়ে
সুযোগ বুঝে কোপ মারে।
মানুষেরা বোঝেনা রে
অমানুষের কথা শোনে।
জাতিগত বিভেদ বাঁধিয়ে
অমানুষ শালায় হাসে
মানুষ ফাঁদে পরে মরে
অবশেষে বুঝে কাঁদে।