হলুদ রঙের শাড়ি পরা তুমি সেই নারী,
কপালে লাল টিপ,
চুলে খোঁপা বেঁধে ফুল জড়িয়ে,
রং ছড়াও প্রতিটি প্রাণে,
বিপুল ঐশ্বর্যের অধিকারী তুমি বাসন্তী।
গাছে পাতার আড়ালে লুকিয়ে মিষ্টি কণ্ঠে ডাকা
তুমি সে বসন্তের দূত কোকিল।