দিনের শেষে, রাত্রি আসে,
রাত্রি শেষে, উষা হাসে।
এসেছেে এসেছে পহেলা বৈশাখ
আজ বর্ষ বরণের দিন।
নতুন বছর, নতুন আশা,
সবার প্রতি সবার ভালোবাসা।
নতুন দিন, নব আনন্দ,
আজ বাংলার ঘরে ঘরে।