সাংকেতিক চিহ্নের মাহাত্ম্য কী?
বর্ণমালার স্বাধীনতা!
অক্ষরে অক্ষরে শব্দের মিছিল,
অক্ষরে অক্ষরে শিল্প নির্মাণ।