বাঙ্গালী মুক্তিকামী বাংলার তরে
শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করে।
রক্তদামে ছিনিয়ে আনে বিজয়
লাল-সবুজের একটি পতাকা।
একাত্তরের বিজয় ইতিহাস,
বাংলাদেশ স্বাধীন নিরন্তর।
পাক বাহিনীর শাসন শোষণ বিদায়
একটি নতুন সূর্য উদয় বাংলাদেশ।