বন্ধু মানে
এক সাথে থাকা এক সাথে চলা
এক সাথে বাঁচা-মরা।
বন্ধু মানে
বুকে শক্তি বুকে বল
হৃদপিণ্ড সচল।
বন্ধু মানে
সুখ-দুঃখ সমান ভাগে ভাগাভাগি
আজীবন এক সাথে পথ চলা।
বন্ধু মানে
দুঃখের সময় পাশে থাকা
সাহস শক্তি অনুপ্রেরণা জাগা ।
বন্ধু মানে
দু’টি মনের একটি প্রাণ
বন্ধুত্বের বন্ধন আজীবন।