বৈশাখ এলে খোকা
আনন্দ খুশিতে মাতে।
গ্রাম গঞ্জে মেলা বসে,
খোকা আনন্দে নাচে।
মায়ের কাছে বায়না ধরে,
মেলায় গিয়ে কিনবে,
হাতি ঘোড়া সন্দেশ ,
আরো খাবে পান্তা-ইলিশ।
মা শুনে খুশিতে বলে,
চল খোকা মেলায় চল।
কিনে দিব সব মেলা তোকে,
খোকা শুনে খুশিতে হাসে।