বাবার মুখের হাসি
বড্ড ভালোবাসি।
নিজের কষ্ট লুকিয়ে
সবাইকে দেয় সুখ।
পরিবারের ভার বাবার কাঁধে,
রাত্রিদিন ছুটে চলে কাজে।
আমার বাবার মায়া ভরা মুখ
ভুলিয়ে দেয় সকল দুখ।
আমার বাবার মুখ
বিশ্ববাসী আজ দেখুক।
শোন বাবা বলছি,বাবা!
তোমায় বড্ড ভালোবাসি।