আষাঢ়-শ্রাবণ শেষে,
ভাদ্রে আসে শরৎকাল।
সূর্যোদয়ের মুহূর্তে মৃদু হাওয়া,
আকাশ নীল শুভ্র মেঘের দল,
মুখ গোমড়া কালো মেঘের ছায়া।
এই বৃষ্টি,আবার এই রোদ।
মাঠে সবুজ ধানের সোনালি রূপ
কৃষকের মুখে হাসি অপূর্ব।
সাদা কাশফুল, শিউলি,
স্নিগ্ধ জ্যোত্স্না,মেঘের খেলা।
অপরূপ সৌন্দর্য পুলকিত
এই সুন্দর বসুন্ধরা।