এসো ফের প্রেম করি,
অতীতের স্মৃতি ভুলে আবার
নতুন করে সংসার গড়ি।
যা ঘটে গেছে রটে গেছে,
স্মৃতির পাতায় রয়ে গেছে।
তবুও এসো ফের প্রেম করি।
দুজনের স্বপ্নগুলো
ওড়ে আকাশের পানে।
তোমাকে কাছে না পেয়ে,
দুঃখ বাজে বুকের মাঝে।
সব ভুল কাছে এসো পাশে বস
গল্প হবে,সারাদিন সারারাত?
সব ভুলে এসো ফিরে
এসো ফের প্রেম করি।