রিকশার কিরিং কিরিং বাজে বেল
গন্তব্যে পৌঁছাতে সহজ যানবাহন রিকশাই।
কেউ ডাকে এই রিকশা,কেউ ডাকে এই যাবা,
সবারে জানা আমি রিকশাওয়ালা মামা।
যখন রাস্তায় যানজট তখন
ট্রাফিকের লাঠির বাড়ি আর গালাগালি
তবুও দেশের আইন মেনে চলি।
প্যাডেল রিকশা চালানো ভীষণ কষ্ট,
কেউ বুঝেনা রিকশাওয়ালার দুঃখ।
রিকশা চালিয়ে কেমনে করি কামাই,
একমাত্র কেঁদে কেঁদে ভগবান কে জানাই।
অটোরিকশা রাস্তায় চালালে ক্ষতি কী?
অটোরিকশা নিয়ে তবে কেন এত বিরোধ?
যদি করে দাও বন্ধ,দিয়ে দাও কর্ম,
আমাদের আছে পরিবার আছে সংসার,
এটাই ভেবে অটোরিকশা না করা হোক বন্ধ।