কর্ম চোর ছেলে আমি
             কাজ কর্ম  করি না।
আমি বড় চোর
             কর্ম চোর কর্ম চোর।

বাবার হোটেল খাই,
             মায়ের সাপোর্টে ঘুরি।
আর প্রতিদিন আড্ডায়
             বসে বসে গেম স খেলি।

বাবা বুঝে কষ্ট কি?
            খাই আর ঘুমাই।
বাবার টাকায় এমবি কিনে
           রোজ হো হো হো হো।

কর্ম চোর কর্ম চোর
           ভালো হও,কর্মিষ্ঠ হও।
এই দিন দিন নয়,
            আরো দিন আছে।