আমরাই শ্রমিক_

সূর্যোদয় হতে সূর্যাস্ত নব যুগ নির্মাণে

কর্মযজ্ঞে নিয়োজিত দিন রাত।

আমরাই শ্রমিক_

সভ্যতা গড়তে মাথার ঘাম পায়ে ফেলে

যুগে যুগে করেছি প্রাণপাত।

আমরাই শ্রমিক_

সভ্যতা কে ঠেলে ঠেলে অসভ্য ই - রয়ে গেলাম,

আমরা শ্রমিক সভ্য সমাজে কি পেলাম?

যে শ্রম দিয়ে আমরা সভ্যতা গড়েছি,

সেই সু উচ্চ প্রাসাদে সভ্য নই।

কেননা সভ্য সমাজে মনুষ্যত্ব আজ বিলীন।

হে ভাগ্য বিধাতা_

সভ্য সমাজে ভদ্র বাবুর কাছে কি চাইব,

শ্রম অধিকার নাকি আমরাও মানুষ?