আমার দেশের মাটি,
সোনার চেয়েও খাঁটি।
এই মাটিতে সোনা ফলে
রবিশস্য ফসল।
এই বাংলার আকাশে
লাল-সবুজের রবি হাসে।
এই খুশিতে প্রকৃতিতে
ফুল পাখিদের গান।
ষড় ঋতুর দেশ
আমারই বাংলাদেশ।