আমার শিক্ষা গুরুর_
শেখানো বিদ্যা শিখে হয়েছি শিক্ষিত।
আমার শিক্ষা গুরুর_
স্নেহ ভালোবাসা পেয়ে হয়েছি মানুষ।
আমার শিক্ষা গুরুর_
কাছে জীবন ভর নিয়েছি দীক্ষা-শিক্ষা।
আমার শিক্ষা গুরু _
আমার জীবনের পথপ্রদর্শক,
আমার পিতার পরে দ্বিতীয় পিতামাতা
যে জন শিক্ষা গুরু সেই জন।
আমার শিক্ষা গুরুর পরলোকগমনে_
আমি শোকাহত আমি মর্মাহত।
আমার শিক্ষা গুরুর আত্মার শান্তি কামনা করি,
নমস্কার হে শিক্ষা গুরু।অমূল্য স্যার।